Description
‘এক জোড়া মোজা’ গল্পগ্রন্থে ১৫টি রচনা স্থান পেয়েছে। প্রতিটি গল্পপাঠের পর মনে হতে পারে, এ তো আমারই আশেপাশে ঘটে চলা ঘটনার ঘনঘটা। কেননা, এই গ্রন্থের গল্পসমূহে গূঢ় বাস্তবতার উপস্থিতি যেমন আছে, তেমনি মানুষের অন্তঃক্ষরণের চিত্রও বিধৃত। লক্ষ করা যায়, কোনো কোনো গল্প আমাদের অনুভূতিকে নাড়া দেয়। মনুষ্যত্বকে জাগ্রত করে আমাদের চিন্তাভাবনাকে মহিমান্বিত করে নৈতিকতার আপাত ভিত্তি নির্মাণ করতে চায়। আবার কোনো কোনো গল্প আমাদের ঘুমন্ত চেতনাকে আঘাত করে আত্মার গভীরতায় উদ্ভাসিত করতে চায় প্রেম, মানবিকতা ও আন্তঃসাংস্কৃতিক পরম্পরার বিচিত্রতর মহিমা।
এক কথায়, ‘এক জোড়া মোজা’ গল্পগ্রন্থটির পরতে পরতে আছে মানবিক যাতনার প্রতিরূপ। এই রূপের মধ্যে নাগরিক জীবনের নানা খণ্ডসমূহ একত্রিত হয়েছে। ফলে লেখক মোহাম্মদ আনোয়ার অবলীলায় বাঙালি, ইরানি, ইতালিয়ান চরিত্রসমূহের অভ্যন্তরে একই রূপ যেনবা আবিষ্কার করে চলেন। সেইরূপ সুখদায়ক না হলেও একজন মানুষকে মানুষ হয়ে উঠার পথে ক্রমশ শানিত করে বুদ্ধিবৃত্তিক মানবিক সমাজ নির্মাণে প্রস্ফুটিত হয়ে ওঠে । এই রূপ চেতনাই একজন লেখকের চিন্তাভাবনার নান্দনিকতার উৎকৃষ্টতার উদাহরণ হয়ে ওঠে। আশা করি পাঠকমহলে এই গ্রন্থটি বিশেষভাবেই আদৃত হবে।
Reviews
There are no reviews yet.