

কালে চক্রে মননে মানসিকতায় মেল-বন্ধন খুঁজে পাওয়া কিছু মানুষের স্বপ্ন নিয়ে পেন্সিল। এদের ক'জন সব্যসাচী লেখিয়ে, কেউ একেবারেই আনকোরা- তবু সাহস করে প্রথম কদম রেখেছে লেখিয়েদের ভূ-খণ্ডে। আলো ছড়ানো, পরিচ্ছন্ন মতবিনিময়ের জন্যে লেখিয়ে এবং পাঠকদের নিয়েই পেন্সিল। নানা বয়সের, নানা মতাদর্শের, নানা রঙের মানুষের সমাবেশে পেন্সিল। খুব সামান্যই চাওয়া উদ্যোক্তাদের- প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সাহিত্য ও সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেওয়া। সময়গুলি সৃজনশীল পজিটিভিটিতে ভরিয়ে তোলা।
অমর একুশে গ্রন্থমেলা ২০২১





















