Description
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত্যের প্রতিটি শাখায় স্বকীয় প্রতিভার উৎকীর্ণ স্বাক্ষর রেখেছেন। তিনি গান, কবিতা, উপন্যাস ও নাটক রচনায়ও পারদর্শী ছিলেন। বাংলা নাটকে সঙ্গীতের প্রয়োগের ক্ষেত্রেও কাজী নজরুল ইসলামের পারঙ্গমতা অবিদিত। এমনকি তাঁর লেখা গান সেই সময়ের নাট্যকারদের নাটকেও ব্যবহৃত হয়েছে। তাই তাঁর নাটকের গানের ব্যবহার নিয়ে বিস্তর গবেষণা প্রয়োজন। কেননা, সেই সময়ে পাশ্চাত্য প্রভাবিত নাট্যধারার বিপরীতে কাজী নজরুল ইসলাম দেশজ রীতির আশ্রয়ে নাটক রচনায় মনোনিবেশ করেছিলেন। লক্ষ করি, বক্ষ্যমাণ গ্রন্থে ড. অঞ্জনা ইসলাম কাজী নজরুল ইসলামের নাটকের আখ্যান, সংলাপ ও চরিত্রনির্মাণে সংগীত কীভাবে ভূমিকা পালন করেছে তা পর্যবেক্ষণ করেছেন। একইসাথে নাট্যাখ্যান, সংলাপ ও চরিত্রের সাথে সংগীতের যে সম্পর্ক নজরুলের নাটকে প্রতিফলিত- এ বিষয়েও বিভিন্ন মতামত ও তথ্যসূত্রের মাধ্যমে একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করেন লেখক। যেখানে কাজী নজরুল ইসলামও তাঁর নাটকের দার্শনিক অভিপ্রায় নির্মাণের/ উদ্ঘাটনের প্রয়াস পেয়েছেন ড. অঞ্জনা ইসলাম।
ড. অঞ্জনা ইসলাম প্রণীত গ্রন্থ ‘নজরুলের নাটকে সঙ্গীতের প্রয়োগ’ উপর্যুক্ত নিরীক্ষণকেই সমর্থন করে। এই গ্রন্থটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সমালোচক-আলোচকসহ নজরুল-বিষয়ক গবেষকদের কাছে বিশেষভাবেই সমাদৃত হওয়ার দাবি রাখে। বলা যায়, কাজী নজরুল ইসলামের অনালোচিত নাট্যকার সত্তা এবং তাঁর নাটকে গানের বিশেষত্ব সম্পর্কে জানার প্রয়োজনে এই গ্রন্থটি আকর হিসেবে চিহ্নিত হতে পারে।
Reviews
There are no reviews yet.