Description
বইয়ের গল্পগুলো নানারকম মানুষের গল্প। নানান শ্রেণিপেশার মানুষ। কেউ উঠে এসেছে বাংলার কাদা মাটি থেকে। কেউবা আফ্রিকার কোনো দেশ থেকে। তাদের কেউ মার্কিন মুলুকের অভিবাসী। কেউবা নিজ ঘরে পরবাসী। এই বইয়ের সুবাদে সেই সব চরিত্রগুলো এসে দাঁড়িয়েছে একই আঙিনায়। বিশ্বাস করি, গল্পগুলো পড়তে পড়তে পাঠকরাও মিলিত হওয়ার সুযোগ পাবেন সেইসব চরিত্রের সাথে। যেন বহুদিন পরে দেখা হবে কোনো বন্ধুর সাথে। দূর গাঁয়ের কোনো চেনা মানুষের সাথে। স্মৃতির পাতায় ভেসে উঠবে ফেলে আসা জীবনের হাসি-কান্না, আনন্দ-বেদনার গল্প। নবীন কিশোর খুঁজে পাবে কোনো নতুন মুখ। এ যেন এক পৌষ-ফাগুনের মেলা। আমাদের খুবচেনা কোন ভুবনডাঙার মাঠ। যেখানে পসরা বসে স্বপ্ন বেচাকেনার। যেখানে ধুলোই ওড়ে বিষণ্নতার বেলুন। সে বেলুনের সুতো যে কার হাতে বাঁধা তা আমরা জানি না। তাকে আমরা খুঁজতে থাকি গল্পের আখ্যানে। খুঁজতে খুঁজতে আমাদের সময় গড়িয়ে যেতে থাকে। আমরা পৌঁছে যায় আরেক বিষণ্ন সময়ে। তখন আমাদের গল্পগুলো হয়ে ওঠে বিষণ্ন সময়ের গল্প। যে সময় আমাদের দূরত্বের কথা বলে। বিচ্ছিন্নতার কথা বলে। কথা বলে একাকিত্ব আর হতাশার। গল্পগুলোতে বেজে ওঠে ঝরা পাতার বাঁশি।
এই বিষণ্ন সময়ের গল্পগুলোর মাঝে মানুষের সামনে আশার হাত বাড়িয়ে দিতে চেষ্টা করেছেন লেখক। যাতে তারা বুঝতে পারে ‘তুমি নও একা’। সবকিছু মিলিয়ে গল্পগুলো পাঠকপ্রিয় হবে বলেই বিশ্বাস করি।
Reviews
There are no reviews yet.