London Escorts sunderland escorts 1v1.lol unblocked yohoho 76 https://www.symbaloo.com/mix/yohoho?lang=EN yohoho https://www.symbaloo.com/mix/agariounblockedpvp https://yohoho-io.app/ https://www.symbaloo.com/mix/agariounblockedschool1?lang=EN
৳ 0.00

No products in the cart.

Monday, December 2, 2024

Dhaka, Bangladesh

info.pencilpublications@gmail.com

Hot Line : +88 01723038230

৳ 0.00

No products in the cart.

পেন্সিল আবৃত্তি উৎসব

More articles

আবৃত্তি করতে পছন্দ করেন কিন্তু সাহস করে পেন্সিল গ্রুপে পোস্ট করতে পারেন না, অথবা লজ্জার কারণে পোস্ট দেওয়া হয় না। সময় হলো লজ্জা এড়িয়ে সাহস করে পেন্সিলে আপনার আবৃত্তি পোস্ট দেওয়ার! আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার (জুনের ১৬, ১৭ এবং ১৮ তারিখ) পেন্সিল গ্রুপে চলবে আবৃত্তি উৎসব!

আসুন উৎসবের কিছু বিষয় জেনে নেওয়া যাক –

১) পোস্টে হ্যাশট্যাগে #পেন্সিল_আবৃত্তি_উৎসব_২০২২ উল্লেখ করতে হবে।

২) কবি এবং কবিতার নাম পোস্টে উল্লেখ করতে হবে।

৩) নিজের করা আবৃত্তি, সপরিবারে করা আবৃত্তি, আপনার সন্তানের আবৃত্তি পেন্সিলে পোস্ট করতে পারবেন।

৪) পেন্সিলে সাধারণত একদিনে একটি আবৃত্তি পোস্ট করা যায়। তবে আবৃত্তি উৎসব উপলক্ষ্যে এই তিন দিন একটি আবৃত্তি এপ্রুভ হওয়ার ছয় ঘন্টা পর আবারও আবৃত্তির পোস্ট দিতে পারবেন।

৫) আবৃত্তি পোস্ট করার আগে অবশ্যই সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না পরীক্ষা করে নিন।

৬) এই উৎসবে অংশগ্রহণের জন্য কোনো ধরনের পুরস্কারের ব্যবস্থা নেই।

৭) সাউন্ড কোয়ালিটি ভালো না হলে, ভিডিয়োতে অপ্রাসংগিক ছবি থাকলে এবং আবৃত্তি একদমই মান সম্মত মনে না হলে অ্যাডমিন প্যানেল সেই পোস্ট ডিক্লাইন করার ক্ষমতা রাখেন।

তবে আর দেরি কেন? আপনার পছন্দের কবিতার আবৃত্তি নিয়ে আপনিও অংশগ্রহণ করুন এই উৎসবে! আগামী তিন দিন পেন্সিল মুখরিত হোক আবৃত্তি উৎসবে!

(বি.দ্র.: আবৃত্তি উৎসবের পাশাপাশি এই সময়ে পেন্সিল গ্রুপের স্বাভাবিক কার্যক্রমও অব্যাহত থাকবে। অর্থাৎ, লেখালেখি, ফটোগ্রাফি, ফুডোগ্রাফি, ভ্রমণসহ অন্যান্য পোস্ট এপ্রুভ করার কাজও চলমান থাকবে)

Previous articleHello world!
Next articleশান্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest