টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমাদের হাতে আছে আর মাত্র ৮টি বছর। তাই #SDG নিয়ে সচেতনতা গড়ে তুলতে আমরা পেন্সিল গ্রুপের Pencil Foundation – পেন্সিল ফাউন্ডেশন সাথে আয়োজন করেছিলাম #Pencil4SDGs প্রতিযোগিতা। গতকাল পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো আমাদের এই আয়োজন। ৪টি ক্যাটাগরিতে ১১জন বিজয়ীদের হাতে সার্টিফিকেট তুলে দেন আমাদের আবাসিক প্রতিনিধি, সুদীপ্ত মুখার্জি। বিজয়ীসহ সকল অংশগ্রহণকারীদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আশা করছি এভাবেই সবাই মিলে আমরা এসডিজি অর্জনে ভূমিকা রাখবো।